,

নবীগঞ্জে গার্মেন্টস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৩০ ॥ মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ

এম.এ আহমদ আজাদ ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই সি স্যুট লিঃ গার্মেন্টসের শ্রমিক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে রবিবার সকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহত শ্রমিকদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গার্মেন্টসের সামনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। এসময় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এ. এম মুনিম চৌধুরী বাবু উপস্থিত হয়ে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সূত্রে জানাযায়, গতকাল রবিবার সকালে আউশকান্দি জে আই সি স্যুট গার্মেন্টসের এক শ্রমিক গার্মেন্টেসে যাওয়ার জন্য রমজান মিয়া নামের এক সিএনজি অটোরিকসা চালকের সিএনজি অটোরিকশা উঠে। রমজান মিয়া গার্মেন্টসের সামনে এসে যাত্রীকে নামানোর জন্য গাড়ীটি সাইড করেন। এসময় সড়ক ছেড়ে গার্মেন্টের সীমানায় এনে গাড়ীর পার্কিং করানোর কারনে গার্মেন্টের এক শ্রমিক সিএনজি অটোরিকশা চালকের সাথে তর্ক বির্তকে জড়িয়ে মারপিট করে। পরে গার্মেন্টস শ্রমিকরা মিলে সিএনজি অটোরিকশা চালককে মারধর করেন। কিন্তু সিএনজি চালক একা হওয়ায় প্রতিবাদ করতে পারেনি। সেখবর সিএনজি স্ট্যান্ডে গিয়ে পৌছলে অন্যান্য শ্রমিকরা শুনে ক্ষিপ্ত হয়ে গার্মেন্টসের সামেন এসে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তারা সিএনজি শ্রমিকদের আবারো ধাওয়া করে এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় গার্মেন্টমের মহিলা শ্রমিকসহ সব শ্রমিক বাহিরে এসে সিএনজি শ্রমিকদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সিএনজি শ্রমিকরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মহিলা শ্রমিকসহ উভয় পরে অন্তত ২০ শ্রমিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে স্থানীয় সংসদ সদস্য এম এম মুনিম চৌধুরী বাবুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন বলেন এ ঘটনায় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। গার্মেন্টেসের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর