,

রোটারি ক্লাব অব হবিগঞ্জের ২৫তম অভিষেক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব হবিগঞ্জের ২৫তম অভিষেক গত শনিবার সন্ধ্যায় স্থানীয় অনামিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। সম্মানিত অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ট্রেইনার পিডিজি ডাঃ মনঞ্জুরুল হক চৌধুরী পিএইচএফ। অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব এমএ মতিন খানের কল টু অর্ডারের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন পিপি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টরবৃন্দ। ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মোঃ শাহীন। অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টরবৃন্দ। অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দদের পরিচয় করিয়ে দেন পিপি আলহাজ্ব শামীম আহছান। ক্লাব সদস্য ও তাদের পরিবারকে পরিচয় করান প্রেসিডেন্ট ইলেক্ট বাদল কুমার রায়। স্বাগত ভাষন দেন অভিষেক কমিটির চেয়ারম্যান। কাবের বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি এএসএম মহসিন চৌধুরী। আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবুল খায়েরকে কলার পরিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট মোতাব্বির হোসেন। সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারকে কলার পরিয়ে দেন বিদায়ী সেক্রেটারি এএসএম মহসিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, সামাজিক কর্মকান্ডে রোটারিয়ানদের অংশগ্রহন অনেক ব্যাপক। এতে করে সমাজের অন্যান্য অংশের মানুষও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে উৎসাহিত বোধ করছেন। ইদানিং কালে হবিগঞ্জে সংঘটিত কয়েকটি ইভটিজিংয়ের দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এেেত্র রোটারিয়ানরা আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য রোটারি কাব অব হবিগঞ্জকে আহবান জানান তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ বলেন, গত দুই যুগ ধরে রোটারি ক্লাব অব হবিগঞ্জ হবিগঞ্জের আর্তমানবতার সেবায় প্রসংশনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এতে সমাজের অবহেলিতরা আশার আলো দেখছেন। সম্মানিত অতিথি পিডিজি ডাঃ মনজুরুল হক চৌধুরী বলেন, সারা বিশ্বের রোটারিয়ানরা একটি পরিবারের মত। এতে করে রোটারি কর্মকান্ড কখনোই থেমে থাকে না। এক দেশের কাজ শেষ হলেই অন্য দেশে শুরু হয়। রোটরিয়ানদের ফেলোশীপ সমাজের অন্য অংশের কাছে আদর্শ স্বরূপ। অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, বাদল কুমার রায়, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট কৃষ্ণ চন্দ্র শীল, ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট তাহমিনা বেগম সাকি। ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি অ্যাডভোকেট এমএ নূর খান। অভিষেক উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। ক্লাব সভায় শতভাগ উপস্থিতির জন্য ১৪ জন রোটারিয়ানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদেরকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন এমএম মহসিন চৌধুরী। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর