,

নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির প্রধান উপদেষ্টা এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদ্ াইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, সাধারণ সম্পাদক ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটি এম নূরুল ইসলাম খেজুর, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ জোনালের সহকারী ম্যানেজার আল মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জামসেদুর রহমান, জাতীয় পার্টির উপজেলা সভাপতি ডাঃ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। সভায় আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর বিবিয়ানা গ্যাস ফিল্ড ও বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন বিষয়ে সার্বিক আলোচনা হয়। এ ছাড়া শহরের শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক পক্ষ কর্তৃক সালিশ বোর্ডকে পাশকাটিয়ে চালের টিন লাগানো, পশ্চিম জাহিদপুরস্থ সরকারী কমিউনিটি ক্লিনিকের সন্নিকটে গরু বেঁধে রেখে ও খোলা পায়খানা স্থাপন করে পরিবেশ দূষন, শহরের যানজট নিরসন, সাখোয়া বাজারে পুলিশ ক্যাম্প স্থাপন এবং নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাচাতে উপজেলা সীমান্তভর্তি মৌলভীবাজারের আথানগিরীতে জোয়া যাত্রা ও অশ্লিল নৃত্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার উপর সকলের ঐক্যমত পোষন করা হয়। সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আগামী ১৭ নভেম্বর একটি বিশেষ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শাহজালাল হোটেল বিষয়ে সালিশ কমিটিরি জনৈক ব্যক্তির একটি বক্তব্যের বিরোধীতা করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। প্রেসক্লাব সভাপতি হোটেলের মালিক ও দখলকার শেখ সাইদুর মিয়া’র দাবি করে বলেন, আব্দুস সাহিদ ওরপে সাহিদ মিয়ার যদি কোন স্বত্ব থেকে থাকে তাহলে বেআইনীভাবে বাধা না দিয়ে আদালতের আশ্রয় নিলে ভালো হয়। একই মত পোষন করে চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, দীর্ঘদিনের দখলে থাকা গৃহের মালিকানা প্রতিষ্ঠিত করতে হলে জোর জবরদস্তি না করে আইনের সাহায্য নেওয়াই উত্তম ছিল। সভায় উক্ত বিষয়ে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।


     এই বিভাগের আরো খবর