,

বানিয়াচঙ্গে আইন শৃংখলা ও উপজেলা উন্নয়ন মেলার প্রস্তুতিমুলক সভা

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা ও ২৮-৩০ সেপ্টেম্বর উপজেলা উন্নয়ন মেলা-২০১৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। ঈদের পূর্বাপর উপজেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলে আইন শৃংখলার স্থিতাবস্থা নিয়ে উপজেলা উন্নয়ন সাফল্য নিয়ে আয়োজিত উপজেলা উন্নয়ন মেলা-২০১৫ কে সাফল্য-মন্ডিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব পেশ করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, ওসি ইন্সপেক্টর নির্মলেন্দু চক্রবর্তী, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমেদ, ডা. পঙ্কজ কান্তি ঘোস্বামী, অরুন বরুন দাশ, রমনী মোহন পাল, মফিজুর রহমান, মাওলানা মোবাশ্বির আহমদ, আহমদ আলী, সাইদুর রহমান চৌধুরী, মাস্টার আব্দুল কাইয়ুম, আবুল কালাম আজাদ, ছাইদুর রহমান খান, মোজাম্মেল হক, হাসিবুল ইসলাম, মোঃ তৌহিদ মিয়া, সফিউল আলম খান, কাওছার শোকরানা, মাস্টার আব্দুর রউফ, মনজু কুমার দাশ, জালাল উদ্দিন, মোহাম্মদ ফারুক মিয়া, স্টেশন অফিসার মোঃ ফজলুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি আলহাজ্ এডভোকেট আব্দুল মজিদ খান বলেন বানিয়াঙ্গের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউ.পি চেয়ারম্যান যেমন দলীয় সংকীর্ণতার উর্র্ধে থেকে কাজ করছেন তেমনি উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী জনস্বার্থে সমন্বয় করে উন্নয়ন ও জনসেবা দিয়ে বানিয়াচঙ্গের ভাবমুর্তি উজ্জল করেছেন তা যেন অব্যাহত থাকে সে প্রত্যাশা ও সহযোগিতা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর