,

ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়

গত সোমবার দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় নবীগঞ্জে ত্রিপল মার্ডার মামলার আসামী গ্রেফতার রহস্যজনক কারনে কয়েক ঘন্টা পর মুক্তি সংবাদের প্রতিবাদ করেছেন কসবা গ্রামের ত্রিপল মার্ডার মামলার বাদী ইকবাল হোসেন স্বপন। তিনি বলেন, গত রবিবার ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা কসবা গ্রামের আমিনুল ইসলাম খাঁনের ছেলে আব্দুল বাছিত খাঁন দারজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে আমি ফাঁড়িতে আসি। নামের সাথে অমিল ও তার বিরুদ্ধে আমার অভিযোগ না থাকায় পুলিশ কর্মকর্তাকে জানালে তিনি তাকে ছেড়ে দেন। যারা ট্রিপল মার্ডার মামলার আসামী তাদের সাথে আতাত বা ভাঙ্গন ধরানোর প্রশ্নই আসেনা। আমি উক্ত মামলার বাদী হিসেবে বিশ্বাস করি, যারা মামলায় অভিযুক্ত তাদের প্রচলিত আইনের মাধ্যমে সু-বিচার হবে। ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা যোগদানের পর থেকে সুনামের সাথে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতারসহ দায়িত্ব পালন করছেন বলে এলাকার অনেকের সাথে আলাপকালে জানা গেছে। কাজেই তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

ইকবাল হোসেন স্বপন
গ্রাম-কসবা, দীঘলবাক


     এই বিভাগের আরো খবর