,

দেশে জঙ্গিদের কোনো স্থান নেই

সময় ডেস্ক ॥ র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে র‌্যাবকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব সদস্যরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জঙ্গিদের মূল উদ্পাটনে র‌্যাব নিরলসভাবে কাজ করছে। র‌্যাব ডিজি গতকাল রবিাবর গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। এ দেশের মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক বলেন, এখানে জঙ্গিবাদের কোন স্থান নাই। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। তা করার জন্য র‌্যাব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ দুলু সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, সাবেক পৌর মেয়র হাসমত আলী সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মৃণাল কান্তি রায় চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আক্রামুজ্জামান আক্রাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।


     এই বিভাগের আরো খবর