,

নবীগঞ্জ আশা অফিসে চুরির দায়ে সিতু ও বিষ্ণু নামের ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ আশা অফিসে চুরির অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের গত শুক্রবার সকালে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ আশা অফিস ও থানা পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ শেরপুর সড়কে নবীগঞ্জ আশা অফিসে গত বৃহস্পতিবার রাতে কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় অফিস ফাঁকা থাকার সুবাদে অফিস পিওন কাম বাবুর্চি নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মৃত বিধু সরকারের পুত্র সিতু রঞ্জন সরকার সেতু ও পাহাড়ারদার মৌলভীবাজার সদর থানার বিষ্ণু পাল মিলে অফিসের টিভি, কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র চুরি করে অন্যত্র সরিয়ে ফেলে। পরদিন ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসলে সাথে সাথে অফিসের লোকজন পিওন সিতু সরকারকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশে খবর দিলে থানার সেকেন্ড অফিসার সুধিন দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আটককৃত সিতু সরকারের স্বীকারোক্তি মোতাবেক এ কাজে জড়িত থাকার কারনে পাহাড়াদার বিষ্ণু পালকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে তাদেরকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়। উল্লেখ্য, চুরির ঘটনায় আটকৃত সিতু সরকার ইতিপুর্বেও বিভিন্ন স্থানে চুরির দায়ে দোষী সাব্যস্থ হয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর