,

ভাত না খেলে অজয়ের চলেই না!

সময় ডেস্ক ॥ বয়স হয়েছে। সেই ‘এক হি রাস্তা’ কিংবা ‘ফুল অউর কাঁটে’র সময় আর নেই অজয় দেবগনের। তবুও স্টান্টের কাজকর্ম এখনো নিজে করেন। তিনি স্বাস্থ্য সচেতন, শরীরচর্চা করেন। তবে একটা ব্যাপার, খাঁটি ভারতীয় খাবার তাঁর সব সময় চাই। হোক সেটা নিজের ঘরে, পরিচিত পরিসরে কিংবা দেশ থেকে বহুদূরে। ফিল্মফেয়ার থেকে জানা গেল অজয়ের খাবার-প্রীতির খবর! ছবির শুটিংয়ের কাজে সারা বছরই এখানে-ওখানে যেতে হয় অজয়কে। বছরে হাতেগোনা ছবি নয়, বরং এখনো আগের মতো প্রচুর পরিমাণে ছবি করে যান তিনি। ছবির কাজেই কদিন আগে লন্ডন গিয়েছিলেন। কিন্তু সেখানে শুধু বিলেতি খাবার খেয়ে দিন পার করবেন, এমন তিনি নন। সুপারস্টোরে ঢুঁ মেরেছেন ভাতের চাল কিনতে। জোগাড়ও করে নিয়েছেন লো ক্যালরির বিশেষ চাল। ভাতের দরকারটাও যেমন এতে মেটে, তেমনি ডায়াবেটিসের ভয়টাও থাকে না। অজয় দেবগন এমনিতে প্রচুর ধূমপান করেন। তবে খাবার-দাবারের প্রতি তিনি বেশ সচেতন। দেশি খাবার খেলেও মেপেবুঝে খান। ভাতের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা। এমনিতে যা-ই খান না কেন, ভাতটা না হলে চলবে না। লন্ডন থেকে কেনা চালের গুণাগুণে মুগ্ধ অজয়। এতই মুগ্ধ, রীতিমতো বন্ধুবান্ধবকেও পরামর্শ দিয়েছেন এই চাল কেনার জন্য।


     এই বিভাগের আরো খবর