,

প্রকাশ্যে স্কুল ছাত্রীকে লাঞ্ছিতকারী রুহুলের জামিন না মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে আটককৃত বখাটে রুহুল আমিন রাহুলকে (১৫) এর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে তার পক্ষে আইনজীবি জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। এর আগে তাকে টঙ্গি সংশোধন কেন্দ্র থেকে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য গত ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে রাজনগর এতিম খানা সড়কের বাসিন্দা ঠিকাদার শাহজাহানের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রীকে চর-থাপ্পড় মারে বখাটে রাহুল। এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করে ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে বখাটে রাহুলকে আটকের দাবিতে সোচ্চার হয়ে উঠেন জেলাবাসীসহ সর্বস্থরের জনগণ। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জনতার সহযোগিতায় রিচি গ্রাম থেকে রাহুলকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে টঙ্গি সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। এরপর থেকে রাহুল সেখানেই ছিল। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের ফজল মিয়ার পুত্র। এদিকে আদালত থেকে নিয়ে যাওয়ার পথে সে আপে করে জানায় ওই ছাত্রীর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। প্রত্যাখান করায় এ ঘটনা ঘটিয়েছে। তবে তার কোন দুঃখ নেই। প্রেমের কারণে যেখানে আছি ভাল আছি।


     এই বিভাগের আরো খবর