,

মাধবপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মাধবপুর, হবিগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, উপজেলার খড়কী গ্রামে জমি নিয়ে সালাউদ্দিন এবং তার ভাগ্নে লুৎফুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার বিবাদমান দুই পক্ষ সংঘর্ষের ঘোষণা দেয়। সে অনুযায়ী তারা সকাল থেকে স্থানীয় মাদ্রাসার কাছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। এসময় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ উল্লেখিত সংখ্যক লোক আহত হন। গুরুতর আহত হারিছ মিয়া (২৬), ইকবাল মিয়া (৪২), ফুল ইসলাম (৩৩), আরিফ (২৬), টিক্কা খাঁন (৪৫), আলী রাজা (১৮), শাহিন মিয়া (২২), ফাহিম (১৯), ইউনুছ (২৪), সাফি আলম (২৫), লিটন (২৬), ফেরদৌস (৩২), লুৎফুর রহমান (৪০), সালেহা বেগম (৬০) কে মাধবপুর, হবিগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে তেলিয়াপাড়া ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


     এই বিভাগের আরো খবর