,

ফেসবুকে বিরক্ত খালেদা!

সময় ডেস্ক ॥ দলের নেতাকর্মী ও বাইরের দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের অভ্যন্তরীণ ইস্যু এবং কূটনৈতিক যোগাযোগের বিষয়গুলো ফেসবুকে না দিতে সর্তক করেন তিনি। শনিবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগের জন্য ব্যবহার করুন। তবে দলের অভ্যন্তরীণ এজেন্ডা নিয়ে ফেসবুকে সময় নষ্ট করার দরকার কী? যারা বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবেন, তা দলীয় সিদ্ধান্তে মিডিয়ায় যেতে পারে। তিনি বলেন, যারা রাজপথের কর্মী, তাদের ফেসবুকের কর্মী হওয়ার কোনো দরকার নেই। রাজপথের কর্মীদের সঙ্গে দলের চেয়ারপার্সন পর্যন্ত কমিটি থেকে কমিটি এবং নেতৃত্ব ও নেতৃত্ব চেইন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং একটি সুপরিকল্পিত আন্দোলনের কাঠামো তৈরিতে মনোযোগী হতে হবে। বিগত আন্দোলনে ভূমিকা বিবেচনায় নতুনভাবে সব ইউনিটকে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর