,

নবীগঞ্জের রুস্তমপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য মধু মিয়া নিহত আটক ৪ ॥ দাফন সম্পন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য মধু মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনার পর পরই উভয় পক্ষের লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতরা হল ভুট্রো মিয়া (৩৫), জামাল মিয়া (৩৪), জয়নাল মিয়া (৫৫), কয়েছ মিয়া (২৫), রুহেল মিয়া (২৫), আব্দুল ওয়াহিদ (৪০), আব্দুল কালাম (৪৫), নিজাম উদ্দিন (৪০) ও আলী হোসেন (৩৮)। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জনতার সহায়তায় ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের হাতে আটককৃতরা হচ্ছে রস্তমপুর গ্রামের আবির উদ্দিন (৬০), মোস্তফা মিয়ার পুত্র খোকন মিয়া (২২), মিছিল মিয়ার পুত্র জাকির হোসেন (২১) ও মন্নান মিয়া (৫৫)। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের প্রভাবশালী জাহির উদ্দিন এর একটি বিলাশ বহুল বিল্ডিংয়ে গত ৫ অক্টোবর এক যুবক এক যুবতীকে অনৈতিক অবস্থায় পাকড়াও করে গ্রামবাসী। এক পর্যায়ে পুলিশের কাছে সোর্পদ করা হলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় তাদেরকে পুলিশের কাছ থেকে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে মুছলেখা দিয়ে ছাড়িয়ে নেয়া হয়। এসব অনৈতিক কাজের প্রতিবাদ করেন মধু মিয়াসহ তার লোকজন। এ খবর শুনে জাহির উদ্দিনের লোকজন মধু মিয়াসহ তার লোকজনকে অশালীন ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় রুস্তমপুর ষ্ট্যান্ডে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকলে মধু মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলেও হামলাকারীরা বেধড়ক প্রহার করে। এমনকি মধু মিয়ার কলেজ পড়–য়া ছেলে মামুন পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় সেও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন মধু মিয়াকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে মধু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খাঁন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করি। তবে, এঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ রুস্তমপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে হাজারও শোকার্ত মানুষের ঢল নামে। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। পরে রাত ৯টায় মধু মিয়ার জানাযার নামাজ শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাযার নাজামে জনপ্রতিনিধি, চাকুরীজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনতা অংশ নেন।


     এই বিভাগের আরো খবর