,

নবীগঞ্জের গয়াহরি গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-পুত্র আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে প্রতিপক্ষের হামলায় মা ও পুত্র আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সুর্নিমল দাশ বাদি হয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল(৫) আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, সুর্নিমল দাশের পার্শ্ববর্তী বাড়ির লোক বিকাশ দাশ, মেটন দাশ, স্নেহলতা দাশ, সুমিত্রা দাশ ও সীমা দাশ। এরা খুবই প্রভাবশালী। সুনির্মল দাশকে নিরীহ পেয়ে উল্লেখিত লোকজন বিভিন্ন সময় অন্যায়ভাবে নির্যাতন করে আসছিলো। কিছুদিন পূর্বে স্নেহলতা দাশের মেয়ে জনৈক ছেলের সাথে পালিয়ে বিয়ে করলে বিকাশ দাশ গংরা সুর্নিমল দাশের পরিবারের লোকজনদের সন্দেহ করে। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর দুপুরে বিকাশ দাশের নেতৃত্বে সকল লোকজন সুনির্মল দাশের বাড়িতে গিয়ে তার স্ত্রী অঞ্জলী রানী দাশের উপর হামলা চালায় এবং তাকে রোহার রড দিয়ে আঘাত করে। এতে সে মারাত্বক আহত হয়। এ সময় অঞ্জলী দাশকে বাচাঁতে তার ছেলে সুভেন্দু দাশ এগিয়ে এলে তাকে আহত করা হয়। এসময় হামলাকারী সুমিত্রা দাশ আহত অঞ্জলী দাশের গলা থেকে বার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন এসে তাদের হামলাকারীদের হাত থেকে রক্ষা করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। এ ব্যাপারে সুনির্মল দাশ বাদি হয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল(৫) আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করেছেন।


     এই বিভাগের আরো খবর