,

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত যানবাহন ভাংচুর ॥ ৩ ঘন্টা সড়ক অবরোধ

এমদাদুল হক/জুনাইদ চৌধুরী ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ভাঙ্গারপুল নামক স্থানে ইমা গাড়ীর চাপায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা রাস্থা অবরোধ করলে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল সহকারে বিদ্যালয়ের সামন থেকে শুরু করে বাংলাবাজার পশ্চিম পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনলে যানচলাচল স্বাভাবিক হয়। জানা যায়, গতকাল বিকেল ৪টার দিকে বাংলা বাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপি আক্তার (১৪) স্কুল ছুটির পর পায়ে হেটে তার মামার বাড়ী বাজখাশারা গ্রামের উদ্দ্যেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আউশকান্দি থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ইমা গাড়ী ভাঙ্গারপুল নামক স্থানে থাকে চাপা দেয়। এসময় অপিকে রাস্থায় ফেলে সুচুতর ইমা চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন স্কুলছাত্রী অপিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই স্কুলের ছাত্র/ছাত্রী ও স্থানীয় উত্তেজিত জনতা প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। অপরদিকে ওই স্কুলছাত্রীর মৃত্যুতে স্কুল ক্যাম্পাসের শোকের ছায়া নেমে আসে। বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা ঘাতক চলকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ও ২৪ ঘন্টার মধ্যে ইমা গাড়ীর চালককে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে উদ্ধার্থ আহব্বান জানান। স্কুল সূত্রে জানা যায় আজ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ওই ছাত্রীর জানাযার নামায অনুষ্টিত হবে।


     এই বিভাগের আরো খবর