,

বানিয়াচঙ্গের দু’টি সরকারী হাইস্কুলের সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে চেয়ারম্যান মমিন এর বৈঠক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের দু’টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শূন্য পদে পদায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল বিকাল ৪টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে এ বৈঠকে মুক্তিযোদ্ধা মমিন বানিয়াচং এল, আর সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৫ পদের মধ্যে ৮টি শূন্যপদে ও সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়নসহ বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষক শূন্য থাকায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাহত হচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন এবং বিস্তারিত সমস্যাদি উল্লেখ করে একটি পত্র হস্তান্তর করেন। তখন মন্ত্রী শূন্যপদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে লিখিত নির্দেশ দেন। তাৎক্ষণিক মন্ত্রীর লিখিত নির্দেশ পত্র নিয়ে চেয়ারম্যান মমিন বিকাল ৫টায় মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস কক্ষে সাক্ষাৎ করে দু’টি সরকারী উচ্চ বিদ্যালয়ের সমস্যাদি বিস্তারিত অবহিত করে শূন্য পদে পদায়নের আহ্বান জানান। ডিজি জরুরী ভিত্তিতে পদায়নের বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ও সিলেট অন্বেষা সম্পাদক সাইফুল ফারুকী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর