,

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রী অপির দাফন সম্পন্ন : জানাযার নামাজে হাজারো মানুষের ঢল

জুনাইদ চৌধুরী ॥ গত ১১ অক্টোবর নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপির ভাঙ্গারপুল নামক স্থানে ইমা গাড়ীর চাপায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী আনিকা জাহান অর্পি (১৫) নিহত হয়। তার মৃত্যুতে স্কুল প্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার সকাল ১০ টায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাযার নামাজ সম্পন্ন হয়। এতে ওই স্কুলের শিক্ষক ও ছাত্র, গর্ভনিং বডির সভাপতি, সদস্য, রাজনৈতিক, সামাজিক সুশীল সমাজসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন জয়তারা জামে মসজিদের ইমাম মাওলানা ছনু মিয়া। জানাযা শেষে স্কুল গর্ভনিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান বলেন, আমরা আজ হারিয়েছি এক মেধাবী ছাত্রী যার শুন্যতা পূরণ হবার নয়। তিনি ছাত্রী-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, আমরা যাতে করে সচেতনতা সহকারে রাস্তা পারাপার সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। আর কাউকে যেন অর্পির মত জীবন দিতে না হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া বলেন, গাড়ি চালকরা যাতে বেপোয়ারা মনোভাব নিয়ে গাড়ী না চালায় তাদেরকে সর্তক করে দিয়ে রাস্তায় গাড়ী চালাতে হবে বলে আশস্থ করেন। এতে অন্যদের মধ্যে বক্ত্যব রাখেন পৌর বি.এন.পির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়োদুর কাদের হেলাল, মীর্জা আলী হাজম রায়হান, বক্ত্যব রাখেন নিহত অর্পির মামা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং কুর্শি আওয়ামীলীগ সভাপতি নূর মিয়া, দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এমএ বাছিত, মিলিনিয়াম টিভি ও দৈনিক হবিগঞ্জ সময় স্টাফ রির্পোটার এমদাদুল হক, জাতীয় পার্টি নেতা সামছুল ইসলাম, নবীগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক আবুল কালাম মিঠু, প্রধান শিক্ষিকা শুকলা দেবনাথ প্রমুখ। জানাযা শেষে তার গ্রামের বাড়ি বানিয়াচংয়ে শোকাবহ পরিবেশে দাফন সম্পন্ন হয়। বিদ্যালয়ের সহপাঠি ছাত্র-ছাত্রীদের উদ্দোগে স্কুল থেকে বাংলাবাজার পর্যন্ত শোক র‌্যালী প্রদক্ষিন করা হয়। এদিকে অর্পি হত্যার ঘাতক গাড়ী চালককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।


     এই বিভাগের আরো খবর