,

মধু মেম্বারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ও ইউপি আওয়ামীলীগ নেতা বহুল আলোচিত মধু মিয়া হত্যাকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে এলাকায় পোষ্টারিংসহ রাজনৈতিক সংঘঠন আওয়ামীলীগের পক্ষ থেকেও নানা প্রতিবাদ কর্মসূচির ঘোষনা আসছে। গতকাল বুধবার দুপুরে নিহত মধু মিয়ার শোকার্ত পরিবারের খোঁজ খবর নিতে নিহতের বাড়ীতে যান আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী প্রয়াত ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ। এসময় তিনি বলেন- এই নির্মম হত্যাকান্ডের সাথে যে বা যাহারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। অপরাধী যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা বলে আশ্বস্ত প্রদান করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের প্রায় শতাধীক নেতাকর্মী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা রুবেল আহমেদ, শাহ সুমন মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, নুরুল ইসলাম কমলা মিয়া, লেবাছ মিয়া, শাহ নিজাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, চলতি মাসের গত ৮ তারিখ একই গ্রামের জাহির বাসায় অনৈতিক কাজের প্রতিবাদ করায় জাহির মিয়া ও তার লোকজন রুস্তমপুর টোলপ্লাজায় অতর্কিত হামলা চালিয়ে মধু মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহত মধু মিয়ার কলেজ পড়–য়া আহত ছেলে বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৪৮ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা করে এবং এ মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর